ঘেরাটোপ (পর্ব-৬)
সুবর্ণ এবারে সরাসরি সুখেনের দিকে তাকায়, “আচ্ছা। কিন্তু,” এবারে একটু কড়া গলায় কথা বলে সুবর্ণ, “এভাবে আর রাখঢাক না করে স্পষ্ট করে বলো দেখি আমায়, বিশেষ করে তুমি কাদের প্রতি ইঙ্গিত করতে চাও?” সুখেন পালটা তাকিয়ে রয়েছে। খানিক নিস্তব্ধতা। “ওরা সবাই এতে জড়িয়েছে দিদি। আপনি সাহস করে সবটা লিখবেন তো বলুন?” কেমন যেন এক অদ্ভুৎ আকুতি ঝরে পড়ে তার গলায়। সুখেনকে দেখে অবাক মনে হয় সুবর্ণের। মালতীর প্রতিই বা তার এত টান কিসের? (ধারাবাহিক রচনা, পর্ব ৬)
by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 07 July, 2024 | 198 | Tags : The Siege Serialised Novelette series six